আদি পর্ব  অধ্যায় ১

মহাভারত কথা

এবং পৃষ্টো’ব্রবীৎ সম্যগ‌্ যথাবল্লৌমহর্ষণিঃ |  ১০   ক
বাক্যং বচনসম্পন্নস্তেষাং চ চরিতাশ্রয়ম‌্ |  ১০   খ
তস্মিন‌্ সদসি বিস্তীর্ণে মুনীনাং ভাবিতাত্মনাম‌্ ||  ১০   গ
অনুবাদ

মুনি এইরকম প্রশ্ন করলে সেই বিস্তীর্ণ আশ্রম সদনের মধ্যে - যেখানে করুণা এবং মৈত্রীর ভাবনায় ভাবিত শুদ্ধচিত্ত ঋষি-মুনিরা বসে আছেন, সেইখানে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সৌতি কথা বলতে আরম্ভ করলেন। তিনি এমনিতেই যথেষ্ট বাকপটু। তাই কথা আরম্ভ করলেন শুদ্ধচিত্ত মুনিদের জীবন নিয়ে, কথা বলতে আরম্ভ করলেন প্রখ্যাত সব রাজাদের চরিত্র অবলম্বন করে। তাঁর কথার মধ্যে পূর্বশ্রুতির সত্যতা ছিল বলেই সেসব কথা ছিল 'সম্যক' এবং 'যথাবৎ' - অর্থাৎ যেমনটা তিনি যেভাবে শুনেছেন, সেইভাবেই বলতে আরম্ভ করলেন।

টিকা