আদি পর্ব  অধ্যায় ১

ব্রহ্মা উবাচ

অশ্বমেধামৃতসস্ত্বাশ্রমস্থানসংশ্রয়ঃ |  ১০৩   ক
মৌসলশ্রুতিসংক্ষেপঃ শিষ্টদ্বিজনিষেবিতঃ ||  ১০৩   খ
অনুবাদ

এই মহাভারত-বৃক্ষের অমৃতময় রস হল অশ্বমেধপর্ব। আশ্রমবাসিকপর্ব এই গাছের তলায় আশ্রয় নিয়ে বসার জায়গা যেন। মৌষলপর্ব হল এই মহাভারত-বৃক্ষের সুখ-দুঃখের অন্তে যাওয়া শ্রুতি-উপদেশের শাখার শেষভাগ। যাঁরা ব্রাহ্মণ শাস্ত্রের পরিশীলন লাভ করে শিষ্ট হয়েছেন এবং যাঁরা সদাচারসম্পন্ন, তাঁরা এই মৌষল পর্বটাকে যথেষ্ট মনোযোগ দিয়ে খেয়াল করবেন।

টিকা