আদি পর্ব  অধ্যায় ১

ব্রহ্মা উবাচ

সর্বেষাং কবিমুখ্যানামুপজীব্যো ভবিষ্যতি |  ১০৪   ক
পর্জন্যইব ভূতানামক্ষয়ো ভারদ্রুমঃ ||  ১০৪   খ
অনুবাদ

এই মহাভারত সমস্ত শ্রেষ্ঠ কবিদের অবলম্বন-আলম্বন হয়ে উঠবে একদিন। এর থেকে উপাদান নিয়ে আপন সৃষ্টি কাব্যরচনা করবেন তাঁরা। সমস্ত প্রাণীর কাছে মেঘ-বৃষ্টির ধারা যেমন তৃষ্ণার জল দেয় চিরকাল, তেমনই মহাভারত-মহাকাব্যের বৃক্ষটি সমস্ত মানুষের চিরন্তন আশ্রয় হয়ে উঠবে, তাদের কাব্য শোনার তৃষ্ণা মেটাবে।

টিকা