আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

ততো'ন্যেভ্যো'নুরূপেভ্যঃ শিষ্যেভ্যঃ প্রদদৌ প্রভু |  ১১৮   ক
ষষ্টিং শতসহস্রাণি চকারান্যাং স সংহিতাম্ |  ১১৮   খ
ত্রিংশৎশতসহস্রং চ দেবলোকে প্রতিষ্ঠিতম্ ||  ১১৮   গ
অনুবাদ

প্রথমে শুকদেবকে শিক্ষা দেবার পর প্রভু ব্যাস অন্যান্য উপযুক্ত শিষ্যদের এই অনুক্রমণিকা অধ্যায় দান করেন। অর্থাৎ তাঁদের এই অনুক্রমণিকা অধ্যায়ের শিক্ষা দেন। ব্যাস বিভিন্ন প্রকারে এই মহাভারতের পরিকল্পনা করেছিলেন। তাতে দেখা যাচ্ছে - পূর্ণ ষাট লক্ষ শ্লোকে ব্যাস সম্পূর্ণ মহাভারত রচনা করেন। সেই এই ষাট লক্ষ শ্লোকবিশিষ্ট মহাভারতের মধ্যে ত্রিশ লক্ষ শ্লোক দেবলোকে প্রচারিত হয়েছে।

টিকা