আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

পুত্রাশ্চ ভ্রাতরশ্চেমে শিষ্যাশ্চ সুহৃদশ্চ বঃ |  ১৩৪   ক
পাণ্ডবা এত ইত্যুক্ত্বা মুনয়ো'ন্তর্হিতাস্ততঃ ||  ১৩৪   খ
অনুবাদ

মুনিরা দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্র-পুত্র এবং স্বয়ং ধৃতরাষ্ট্রের কাছে বালকদের পৌঁছে দিয়ে বললেন - এরা পাণ্ডুর পুত্র। পাণ্ডুর সঙ্গে আত্মীয়-সম্বন্ধে এরা ধৃতরাষ্ট্রের পুত্রস্থানীয়। একই সম্বন্ধে এরা দুর্যোধন ইত্যাদির ভ্রাতৃস্থানীয়। পিতৃসম্বন্ধে অবশ্যই এরা ধৃতরাষ্ট্রের শাসনযোগ্য পুত্রের মতো, আর সমানবয়সী বলে এই পাণ্ডব ভাইরা দুর্যোধনদের সখার মতো। পাণ্ডবদের এই পরিচয় শুনিয়ে মুনিঋষিরা চলে গেলেন।

টিকা