সৌতিঃ উবাচ
পাণ্ডব বালকদের দেখে কেউ কেউ তাদের বলল - তোমরা ভাল ভাবে এখানে এসে পৌঁছেছ বলেই ভাগ্যি মানি পাণ্ডুর ছেলেদের আমরা দেখতে পেলাম। আর এক দল অন্যদের বলল - তোমরাও ওদের স্বাগত জানাও। এই সব কুশল কথাতেই চারদিক একেবারে ভরে উঠল।