সৌতিঃ উবাচ
যাঁরা পাণ্ডুপুত্রদের দেখে কোলাহল করছিলেন তাঁরা শান্ত হলে মনুষ্যচক্ষুর অন্তরালে থাকা অদৃশ্য দেবতাদের তুমুল কোলাহলে চতুর্দিক মুখর হয়ে উঠল।