সৌতিঃ উবাচ
পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ছিলেন অত্যন্ত শৌচ-আচারসম্পন্ন মানুষ; মধ্যম ভ্রাতা ভীম ছিলেন এমনিতে ধীরস্থির ধৈর্য্যশীল মানুষ আর তৃতীয় ভ্রাতা অর্জুন ছিলেন মহাপরাক্রমশালী। পুরবাসী প্রজারা যুধিষ্ঠিরের শৌচাচার১ দেখে, ভীমের দৃঢ়তা দেখে আর অর্জুনের বিক্রম দেখে ভীষণই খুশি হলেন।
১ শাস্ত্রোক্ত নিয়ম-আচারগুলি কখনও যেখানে পরিহার করা হয় না, যেখানে নিষ্কলঙ্ক মানুষের সংসর্গে থাকা হয় এবং শাস্ত্রোক্ত আচারে যখন ব্যবস্থিত থাকে মানুষ, সেই অবস্থাটাকেই শুচি অবস্থা বা শৌচ বলে - আচারাপরিহারশ্চ সংসর্গশ্চাপ্যনিন্দিতৈঃ। আচারে চ ব্যবস্থানং শৌচমীত্যভিধীয়তে।। (নীলকণ্ঠের উদ্ধৃত বচন)