সৌতিঃ উবাচ
যুধিষ্ঠিরের এই রাজসূয় যজ্ঞ সর্বাঙ্গসুন্দর ভাবে সুসম্পন্ন হল এই কারণেই যে, (ঐ যজ্ঞের আগে) বাসুদেব কৃষ্ণের কৌশলী বুদ্ধি এবং ভীমার্জুনের শক্তি আশ্রয় করে মগধরাজ জরাসন্ধকে হত্যা করা গিয়াছিল এবং বধ করা গিয়েছিল বলগর্বিত চেদিরাজ শিশুপালকেও।