সৌতিঃ উবাচ
বাসুদেব কৃষ্ণ কোনওভাবেই খুব একটা খুশি হতে পারলেন না। তিনি নিরুপায় হয়েই দুই পক্ষের বিবাদ-বিগ্রহ সমর্থন করলেন। পাশাখেলা এবং সেই খেলার মধ্যে যেসব ঘোর অন্যায় হয়েছিল তা তিনি উপেক্ষা করলেন তর্কযুক্তির মধ্যে না গিয়ে।