সৌতিঃ উবাচ
আপনারা এই দ্বাদশবার্ষিক যজ্ঞ করতে এসেছেন, মহাভাগ্য আপনাদের। আপনাদের তেজের তুলনা কেবল সূর্য আর অগ্নির সঙ্গেই করা যায়। স্নান-জপ-অগ্নিহোত্রের অনুষ্ঠান করে শুদ্ধ হয়ে বসে আছেন সকলে। বাইরের কোনো বিকার এখন আপনাদের স্পর্শ করছে না, স্বস্থ এবং আত্মস্থ অবস্থায় বসে আছেন আপনারা। এখন বলুন, কী শোনাবো আপনাদের?