আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

যদা বায়ুশুক্রসূর্যৌ চ যুক্তৌ কৌন্তেয়ানামনুলোমৌ জয়ায় |  ২০৭   ক
নিত্যং চাস্মান্‌ শ্বাপদা ভীষয়ন্তি তদা নাশংসে বিজয়ায় সঞ্জয় ||  ২০৭   খ
অনুবাদ

শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, রাশিচক্রে শুক্র গ্রহ এবং সূর্যদেব একত্রিত হয়ে পাণ্ডবদের অনুকুল হয়েছেন, আর অন্যদিকে হিংস্র জন্তুরা নানা অমঙ্গল শব্দে সব সময়েই আমাদের পক্ষের লোকদের ভয় দেখাচ্ছে, তখন থেকে আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।

টিকা

রাশিচক্রে শুক্র এবং রবি যদি একের পরে অন্যে একত্রিত হন, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে, পরম মঙ্গল উপস্থিত হয়। সিদ্ধান্তবাগীশের মতে, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে পাণ্ডবদের দশাচক্রে শুক্রের দশা অর্ধেক কেটে যাওয়ার পর মাঝামাঝি সময়ে সেখানে সূর্যের অবস্থান তৈরি হয়, অর্থাৎ বলা যেতে পারে শুক্রের মহাদশার মাঝামাঝি সময়ে রবির অন্তর্দশা আরম্ভ হয়। এটা পাণ্ডবদের পক্ষে জয়সূচক বলেই তিনি মন্তব্য করেছেন - শুক্রস্য দশামধ্যবর্তিত্বাৎ, সূর্যস্য চ তদাদ্যগামিত্বাৎ দিনকর-রুধির-প্রবেশকালে ইত্যাদি জ্যোতিষবচনাদিতি।