সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, বৃষ্ণিবংশীয় যুযুধান-সাত্যকি দ্রোণাচার্যের দুর্ধর্ষ গজারোহী বাহিনীকে যুদ্ধে পরাজিত করে কৃষ্ণ এবং অর্জুনের কাছে পৌঁছে গেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।