সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! দ্রোণপুত্র অশ্বত্থামা বিরাট রাজকন্যা উত্তরার গর্ভ বিনাশ করার চেষ্টা করলে কৃষ্ণ যখন বললেন - আমি এই শিশুকে বাঁচিয়ে তুলব - তখন শ্রীহরির এই প্রতিজ্ঞাবাক্য শোনার পর আর আমি কোনও জয়ের আশা করিনি।