সঞ্জয়  উবাচ
সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন - আপনার পুত্ররা দুষ্টহৃদয়, তারা ক্রোধে উত্তপ্ত হয়ে থাকত সব সময়। তারা লোভী এবং তাদের স্বভাবও দুর্বৃত্তের স্বভাব। সুতরাং এই সব দুর্নীতিপরায়ণ পুত্রদের জন্য আপনার শোক করা উচিত নয়, মহারাজ!