সঞ্জয়  উবাচ
মহাকাল এই পৃথিবীর শুভ এবং অশুভ সমস্ত পদার্থকে সৃষ্টি করেন। আবার প্রলয়ের সময় এই মহাকালই সব কিছুকে ধ্বংস করেন। আবার নতুন সৃষ্টির আনন্দে এই মহাকালই সমস্ত প্রাণীকে আবার সৃষ্টি করেন।