আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

উভে সন্ধ্যে জপঙ্কিঞ্চিৎসদ্যো মুচ্যেত কিল্বিষাৎ |  ২৮৪   ক
অনুক্রমণ্যা যাবস্ত্যাদহ্না রাত্র্যা চ সঞ্চিতম্‌ ||  ২৮৪   খ
অনুবাদ

সকালবেলা এবং সন্ধ্যেবেলায় যদি কেউ এই মহাভারতের কিঞ্চিৎ অল্প অংশও পাঠ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। আর যদি কেউ 'অনুক্রমণিকা' নামক অধ্যায়খানি পাঠ করেন তবে সেই মানুষের দিনে বা রাতে যত পাপ সঞ্চিত হয় সেই পাপ থেকে তিনি মুক্তিলাভ করেন।

টিকা