সৌতিঃ উবাচ
চতুর্বেদ আর মহাভারত মানদণ্ডে রেখে যখন দেখা গেল, মহাভারতের ভারই বেশি, তখন থেকেই এই জগতে এই বিশাল গ্রন্থকে মহাভারত বলা হতে থাকল। বস্তুত এই গ্রন্থের বিষয়গত মহত্ত্ব এবং তার ভারবত্তা এই দুটি কারণে এই গ্রন্থের নাম মহাভারত।