সৌতিঃ উবাচ
যদি কেউ তপস্যা করেন, তবে সেটি পাপের কাজ নয়, যদি কেউ বেদ অধ্যয়ন করেন সেটিও পাপের কাজ নয়। বর্ণাশ্রম মেনে কেউ যদি বর্ণানুক্রমিক স্বাভাবিক স্বধর্ম পালন করেন সেটিও পাপের কাজ নয়; আবার কেউ যদি বিশেষ কষ্ট-পরিশ্রম স্বীকার করে অর্থ-সম্পত্তি লাভ করার চেষ্টা করেন, সেটিও পাপের কাজ নয়। কিন্তু এই প্রত্যেকটি কর্মই যদি মন্দ উদ্দেশ্যে করা হয়, অথবা কর্মগুলির মূলস্থানে মন্দ-ভাব থাকে, তাহলে সেই কাজ গুলি পাপের কাজ হবে।