আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

ইদং তু ত্রিষু লোকেষু মহজ‌্জ্ঞানং প্রতিষ্ঠিতম‌্ |  ৩২   ক
বিস্তরৈশ্চ সমাসৈশ্চ ধার্য্যতে যদ্দ্বিজাতিভিঃ ||  ৩২   খ
অনুবাদ

মহাভারত মানেই এক বিশাল বিচিত্র জ্ঞানের ভাণ্ডার। স্বর্গ, মর্ত্য, পাতাল - এই তিন ভুবনে জ্ঞানের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এই মহাভারত। আর ঠিক সেই জন্যই যত শিক্ষিত মানুষ আছেন - যাঁদের আমরা ব্রাহ্মণ-ক্ষত্রিয় আর বৈশ্যের বিভাজনে দ্বিজ বলি, তাঁরা সবাই হয় বিস্তৃতভাবে নয়তো সংক্ষেপে এই মহাভারতের জ্ঞান হৃদয়ে ধারণ করে আছেন।

টিকা

দ্বিজ মানে যিনি দুবার জন্মান। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য - এই তিন বর্ণের দ্বিতীয় জন্ম হত উপনয়ন-সংস্কারের মাধ্যমে। এমনও বলা হয় - জন্ম-মাত্রেই সব মানুষই শূদ্র থাকেন, উপনয়ন-সংস্কার এবং গায়ত্রী-দীক্ষার মাধ্যমেই মানুষের দ্বিতীয় জন্ম হয়, তিনি 'দ্বিজ' হন।