সৌতিঃ উবাচ
আপন ত্যাগ-বৈরাগ্য এবং সংযম-নিয়ম-নিষ্ঠা অবলম্বন করে একত্রীভূত সনাতন বেদকে ঋক্, সাম, ইত্যাদি চতুর্ভাগে ভাগ করার পর সত্যবতীর পুত্র দ্বৈপায়ন ব্যাস মহাভারতের এই পুণ্য ইতিহাস রচনা করেছিলেন।