আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

অদ্ভুতং চাপ্যচিন্ত্যং চ সর্বত্র সমতাং গতম‌্ |  ৪০   ক
অব্যক্তং কারণং সূক্ষ্মং যত্তৎ সদসদাত্মকম‌্ ||  ৪০   খ
অনুবাদ

এমনকী এই মহান, (যাকে আমরা দার্শনিক পরিভাষায় মহত্তত্ত্ব বলি) তিনি নিতান্ত অদ্ভুতও বটে, অনেক চিন্তা করেও তাঁর ইয়ত্তা করা যায় না, অথচ জগৎ-সংসার সর্বত্র তিনি একাকার হয়ে আছেন। তখনও তিনি অব্যক্ত, জগতের কারণ-স্বরূপে আছেন এমনই অনির্বচনীয় তাঁর ভাবটা যে, আস্তিকেরা বলেন - তিনি আছেন, নাস্তিকেরা বলেন - তিনি নেই।

টিকা