সৌতিঃ উবাচ
বৈশম্পায়ন জনমেজয় এবং তাঁর সভাসদ-সদস্যদের কাছে কুরুবংশের আনুক্রমিক বিস্তারের কথা শোনাতে আরম্ভ করলেন, আর প্রধানত শোনালেন গান্ধারীর ধর্মপ্রাণতার কথাও। বৈশম্পায়ন ক্ষত্তা বিদুরের প্রজ্ঞার কথা এবং কুন্তীর ধৈর্যশীলতার কথাও ঠিক তেমনভাবেই বলতে আরম্ভ করলেন যেমনটি দ্বৈপায়ন ব্যাস তাঁকে শুনিয়েছিলেন।