সৌতিঃ উবাচ
বৈশম্পায়ন বাসুদেব কৃষ্ণের মাহাত্ম্যের কথা এবং পাণ্ডবদের সত্যপরায়ণতার কথাও বললেন প্রসঙ্গক্রমে। দুর্যোধন ইত্যাদি ধৃতরাষ্ট্রের পুত্রেরা যে অসম্ভব অন্যায় আচরণ করেছিলেন, ভগবৎপ্রতিম ঋষি ব্যাসের কথা অনুসারে সেই সব অন্যায়ের কাহিনীও বৈশম্পায়ন শোনালেন জনমেজয়কে।