সৌতিঃ উবাচ
বৈশম্পায়ন বললেন - এই মহাভারতে এক লক্ষ শ্লোক আছে। এই এক লক্ষ শ্লোকে শত শত পুণ্যকর্মা মানুষের কথা ঋষি দ্বৈপায়ন বলে গেছেন। পূর্ণ মহাভারতের কথা যদি শোনাতেই হয়, তাহলে সমস্ত আখ্যান-উপাখ্যান সহই সেটা জানতে হবে এবং সেই ভাবেই আমাকে শোনাতেও হবে।