আদি পর্ব  অধ্যায় ১

ব্রহ্মা উবাচ

ইতিহাসপ্রদীপেন মোহাবরণঘাতিনা |  ৯৯   ক
লোকগর্ভগৃহং কৃৎস্নং যথাবৎসংপ্রকাশিতম্ ||  ৯৯   খ
অনুবাদ

মন্দিরে থাকা দেবতার গর্ভগৃহের মতো মানুষের জীবন-কথার গর্ভগৃহ তৈরি হয়েই আছে। সেখানে ঘটে যাওয়া ঘটনার ইতিহাস একটা প্রদীপের মতো কাজ করে। প্রদীপ যেমন অন্ধকার দূর করে আলোর প্রকাশ ঘটায়, তেমনই তোমার এই মহাভারতের কথা সকল মানুষের সমস্ত অজ্ঞানের মোহ-সংশয় দূর করে দেবে। তাতে যথাযথ প্রকট হয়ে উঠবে সমগ্র মানুষের জীবন-কথার গর্ভগৃহ।

টিকা