সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম, ভীষ্ম যুদ্ধক্ষেত্রে সোমকবংশীয় পাঞ্চাল বীরদের প্রায় শেষ করে ফেলেছেন, তারপর অর্জুনের বিচিত্র বাণের আঘাতে বৃদ্ধ বীর ভীষ্ম শরশয্যায় শায়িত হয়েছেন, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।