সৌতিঃ উবাচ
শোন সঞ্জয় ! আমি যখন শুনলাম, অর্জুন দ্বারকায় গিয়ে মধুবংশীয়া মাধবী সুভদ্রাকে জোর করে বিবাহ করেছে, অথচ তা সত্ত্বেও যদুবংশীয় মহাবীর বলরাম এবং কৃষ্ণ (সমস্ত মান অপমান ভুলে) ইন্দ্রপ্রস্থে এসেছেন, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।