সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! মহদাশয় শত শত স্নাতক ব্রাহ্মণেরা, যাঁরা ভিক্ষালব্ধ অন্নে নিজেদের জীবিকা নির্বাহ করেন - যখন আমি শুনলাম - তাঁরাও নির্ধন বনবাসী যুধিষ্ঠিরের আশ্রয়ে চলে গেছেন, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।