সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির সপরিবারে লোমশ মুনির সঙ্গে তীর্থযাত্রায় গেছে এবং সে সময় সুযোগে বৃহদশ্ব মুনির কাছ থেকে অক্ষহৃদয় অর্থাৎ পাশাখেলার কৌশলও শিখে ফেলেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।