সৌতিঃ উবাচ
মহারাজ যুধিষ্ঠিরকে দেয় উপহার হিসেবে দুর্যোধনের হাতে এল নানাবিধ পরিধান-বসন, গায়ে জড়ানোর মতো বিচিত্র উত্তরীয়, বিচিত্র আবরণ-বস্ত্র, বহু রকমের ভাল ভাল কম্বল, সুন্দর সুন্দর মৃগচর্ম, রঙ্ক মৃগের চর্ম দিয়ে তৈরি আস্তরণ এবং আরও কত কিছু।