সৌতিঃ উবাচ
গণেশকে দেখেই ব্যাসদেব তাঁকে পূজা করলেন। আসন দিলেন বসতে। গণেশ উপবিষ্ট হতেই ব্যাস তাঁকে বলতে আরম্ভ করলেন — নিষ্পাপ ঠাকুর আমার! তুমি গণনায়ক বলে কথা। আমি মানসলোকে যে কাব্যের সূত্র গ্রন্থনা করেছি, সেই মহাভারত কথা আমি নিজেই এখন তোমাকে বলতে থাকবো। আমার সেই বলতে-থাকা চলমান কথার লেখক হতে হবে তোমাকে।