সৌতিঃ উবাচ
বেদ গুরুর কাছে অনুমতি লাভ করে বিদ্যাচর্চার শেষে সমাবর্তনের পর গুরুগৃহ থেকে ফিরে এসে গার্হস্থ্য ধর্ম গ্রহণ করলেন। নিজের গৃহে বসবাস করার সময় বেদেরও তিনজন শিষ্য হল। কিন্তু তিনি গুরু হিসেবে শিষ্যদের কোনও কাজ করার কথা বলতেন না এবং গুরুর সেবা করার কথাও কিছুই বলতেন না। কারণ গুরুর বাড়িতে বাস করার সময় যে কষ্ট তিনি নিজে পেয়েছেন, সেই কষ্ট তিনি শিষ্যদের দিতে চাননি।