সৌতিঃ উবাচ
শোন সঞ্জয় ! যখন আমি শুনলাম - কর্ণ এবং দুর্যোধন কৃষ্ণকে শাসন-নিগ্রহ করার জন্য পরামর্শ করেছে, এবং যখন শুনলাম যে, কৃষ্ণ নিজেকে বিশ্বরূপের ভাবনায় বহু ভাবে এবং বগুরূপে প্রকট করেছেন, তখন আর আমি কৌরবদের জয়ের আশা করিনি।