সৌতিঃ উবাচ
দেবলোকে প্রতিষ্ঠিত সেই ত্রিশলক্ষ শ্লোক নারদ শিখিয়েছিলেন দেবতাদের। আর অসিত ও দেবল নামক মুনি পিতৃলোকে পিতৃপুরুষদের সেই পনেরো লক্ষ শ্লোকসমন্বিত মহাভারত শুনিয়েছিলেন। আর ব্যাসপুত্র শুকদেব গন্ধর্ব-যক্ষ-রাক্ষসদের পূর্বোক্ত চোদ্দ লক্ষ শ্লোকবিশিষ্ট মহাভারত শুনিয়েছিলেন।