সৌতিঃ উবাচ
তত্ত্বজ্ঞান লাভ করলে যে জগৎকে 'কোনোদিন ছিল না' (অসৎ) বলে মনে হয়, অথচ তত্ত্বজ্ঞানহীন অবস্থায় জগতকে যখন প্রত্যক্ষ দেখা যায়, তখন সেটাকে 'আছে' (সৎ) বলে মনে হয়। কিন্তু কার্যকারণময় এই জগৎ যাঁর থেকে সৃষ্টি হয়, স্বয়ং ব্রহ্মা থেকে ক্ষুদ্র তৃণগাছি পর্যন্ত যাঁর সন্তান এবংত যাঁর থেকে সমস্ত প্রাণীদের কর্মক্রিয়া এবং সংসার চলতে থাকে, তিনিই সেই ঈশ্বরপুরুষ, বাসুদেব।