সৌতিঃ উবাচ
সন্তানলাভের ক্ষেত্রে এমন বিপদে কুন্তী-মাদ্রীর মতো কুলরমণীদের সামনে নিয়োগপ্রথার ধর্মবিধি তো ছিলই; ছিল তো ব্যাস-বশিষ্ঠের দৃষ্টান্তও যাতে বিচিত্রবীর্য্য-কল্মাষপাদের জন্ম হয়েছিল নিয়োগপ্রথায়; সেই ধর্মের সঙ্গে ছিল গূঢ় উপনিষৎ-বিদ্যা অর্থাৎ সেই দেবাকর্ষণশক্তি যা ঋষি দুর্বাসার কাছ থেকে লাভ করেছিলেন কুন্তী। সেই "ধর্মোপনিষৎ" দুই মায়ের অধিকারে ছিল বলেই ধর্ম, বায়ু, ইন্দ্র এবং দুই অশ্বিনীকুমারকে আহ্বান করার জন্য কুন্তী এবং মাদ্রীকে নিয়োগ করেছিলেন পাণ্ডু।