সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম, কৃষ্ণ অর্জুনের সঙ্গে মিলিত হয়েছে এবং তাদের দুজনের সঙ্গে যুক্ত হয়েছে অর্জুনের অতুলনীয় গাণ্ডীব ধনুক - এই তিনটি উগ্র শক্তির একত্র সমাবেশের পর আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।