সৌতিঃ উবাচ
তারপর সেই উপাখ্যান-পর্ব, যেখানে মহামুনি ব্যাস আসন্ন যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ধারাবিবরণী দেওয়ার জন্য সঞ্জয়কে দিব্যচক্ষু দান করলেন। তারপর ভগবদ্গীতার প্রকরণ এবং অবশেষে ভীষ্মবধের বর্ণনা। ভীষ্মবধের পর সেনাপতিরূপে দ্রোণের অভিষেক বর্ণনা করে পরের পর্বে 'সংশপ্তক' সৈন্য বধের বর্ণনা করা হয়েছে।