সৌতিঃ উবাচ
তারপর অর্জুন পুণ্যতীর্থগুলি পর্যটন করতে আরম্ভ করলেন। সেই কালেই একসময় বভ্রুবাহনের জন্ম হল। সেইখানেই অর্জুন পাঁচজন পুণ্যবতী অপ্সরাকে ব্রহ্মশাপ থেকে মুক্ত করলেন। এই অপ্সরা-রা কোনও এক ব্রাহ্মণ তপস্বীর অভিশাপে কুমীর জাতীয় জলজন্তু হয়ে পাঁচটি হ্রদে বাস করছিলেন।