সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম - ভীম অশ্বত্থামাকে আক্রমণ করার জন্য তার পশ্চাদ্ধাবন করেছে এবং অশ্বত্থামা ভীষণ রাগে উত্তরার গর্ভস্থ সন্তানকে বধ করার জন্য 'ঐষীক' নামে চরম এবং ভীষণ একটি অস্ত্র প্রয়োগ করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।