সৌতিঃ উবাচ
তারপর উত্তঙ্ক ঠাণ্ডা এবং তাতে চুল পড়ে আছে, এরকম একটা খাবার দেখে মনে মনে ভাবলেন - এই খাবার অপবিত্র। এবার মনের কথা খুলে পৌষ্যকে বললেন - যেহেতু আপনি আমাকে অপবিত্র খাবার দিয়েছেন, তাই আপনি অন্ধ হয়ে যাবেন।