সৌতিঃ উবাচ
আপনারা সুবর্ণময় দুটি পক্ষী, আপনারা স্থিতি এবং লয়ের প্রতীক, নাসত্য এবং দস্র আপনাদের অপর দুটি নাম। আপনাদের নাসিকাদুটি অত্যন্ত সুন্দর, নিশ্চিতভাবেই আপনারা সর্বত্র জয়লাভ করেন। সূর্যের সৃষ্টির পর তন্তুবায়দের মতো কৃষ্ণ রাত্রি এবং শুক্ল দিনের পরিবর্তন ঘটিয়ে আপনারা সংবৎসরের কাল বয়ন করেন।