আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

একাং নাভিং সপ্তশতা অরাঃ শ্রিতাঃ প্রধিষ্বন্যা বিংশতিরর্পিতা অরাঃ |  ৬০   ক
অনেমি চক্রং পরিবর্ততে’জরং মায়াশ্বিনৌ সমনক্তি চর্ষণী ||  ৬০   খ
অনুবাদ

একটি বৎসরকে যদি একটি চক্র বলে কল্পনা করা হয়, তবে দিন-রাত্রি মিলিয়ে সাতশ কুড়িটি সূক্ষ্ম দণ্ড এই চক্রের মধ্যে দ্বাদশ মাস মধ্যের চাকাকে অবলম্বন করে ভিতরের কেন্দ্রস্থলে সংযুক্ত হয়ে থাকে। এই চক্রের বাইরে গোলাকার কোনও নেমিচক্র নেই। এই চক্র অক্ষয় ও মায়াময় এবং সর্বদা ঘুরছে আর একই সঙ্গে এটি পৃথিবী ও পরলোকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। হে অশ্বিনীকুমারদ্বয় ! এই কালচক্র আপনারাই ঘোরাচ্ছেন।

টিকা