সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, মহাবীর ভীমকে কর্ণ হাতের মধ্যে পেয়েও তাকে বধ না করে কটুভাষায় তার কুৎসা উচ্চারণ করার পর শুধুমাত্র ধনুকের আগা দিয়ে একটু খোঁচা দিয়েই তাকে ছেড়ে দিল, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।