সৌতিঃ উবাচ
সঞ্জয় ! তুমি বেদাদি শাস্ত্র পড়েছ, তোমার মেধা আছে। তুমি বুদ্ধিমান এবং পণ্ডিতজনেরা তোমাকে সকলেই পছন্দ করেন। তুমি নিশ্চয় জেনো, এই যুদ্ধ আমি চাইনি। আমি চাইনি এবং পছন্দও করিনি যে, এই যুদ্ধে এই বংশ ধ্বংশ হয়ে যাক।