আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

যদাশ্রৌষং দ্রৌপদীমশ্রুকণ্ঠীং সভাং নীতাং দুঃখিতামেকবস্ত্রাম্‌ |  ১৭৪   ক
রজস্বলাং নাথবতীমনাথবত্তদা নাশংসে বিজয়ায় সঞ্জয় ||  ১৭৪   খ
অনুবাদ

শোনো সঞ্জয় ! যখন আমি শুনলাম - রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে সভায় নিয়ে আসা হয়েছে - তিনি তখন রজস্বলা বলেই একবস্ত্রে ছিলেন এবং সেই অবস্থায় তাঁকে সভায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি সাশ্রুকণ্ঠে রোদন করেছিলেন - সঞ্জয় ! আমি যখন শুনলাম, পাঁচ পাঁচটি বীর স্বামী (নাথ) থাকা সত্ত্বেও তাঁরা যেন কেউ নেই, এমন অসহায় ভাবেই অনাথা রমণীর মতো তাঁকে সাশ্রুকণ্ঠে কাঁদতে হয়েছে, সেদিন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।

টিকা