সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, অর্জুনের রথের ঘোড়াগুলি আর রথ বয়ে নিয়ে যেতে পারছে না, অথচ অর্জুন সেই অচল রথের ওপর দাঁড়িয়েই তার ধনুষ্মত্তার শক্তিতে সমস্ত যোদ্ধাদের অগ্রগতি রোধ করে দিয়েছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।