আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

স তামুবাচৈতে কুণ্ডলে গুর্বর্থং মে ভিক্ষিতে দাতুমর্হসীতি।। সা প্রীতা তেন তস্য সদ্ভাবেন পাত্রময়মনতিক্রমণীয়শ্চেতি মত্বা তে কুণ্ডলে’বমুচ্যাস্মৈ প্রাযচ্ছদ্‌। আহচৈনম্‌ - এতে কুণ্ডলে তক্ষকো নাগরাজঃ সুভৃশং প্রার্থয়ত্যপ্রমত্তো নেতুমর্হসীতি |  ১০৯   ক
অনুবাদ

উত্তঙ্ক রানীকে বললেন - আমি আপনার কানের এই কুণ্ডল দুটি গুরুদক্ষিণা দেবার জন্য ভিক্ষা করছি আপনার কাছে। আপনি এ দুটি দান করুন আমাকে। রানী উত্তঙ্কের সেই সাধু-শুদ্ধ ভাব দেখে অত্যন্ত প্রীত হলেন এবং তাঁকে দানের উপযুক্ত পাত্র ভেবেই - 'এঁকে ফেরানো উচিত হবে না' - এই ভাবনায় কুণ্ডল দুটি কান থেকে খুলে তাঁকে দিলেন। রানী এবার তাঁকে বললেন - এই কুণ্ডল দুটি নাগরাজ তক্ষকের খুব পছন্দসই জিনিস। তিনি এ দুটোকে ভীষণ ভাবে কামনা করেন। আপনি সাবধানে কুণ্ডল দুটি নিয়ে যান।

টিকা