আদি পর্ব  অধ্যায় ১

মহাভারত কথা

তমাশ্রমমনুপ্রাপ্তং নৈমিষারণ্যবাসিনাম্‌ |  ৩   ক
উবাচ তান্‌ ঋষীন্‌ সর্বান্‌ ধন্যো বো'স্ম্যদ্যদর্শনাৎ ||  ৩   খ
অনুবাদ

নৈমিষারণ্যে যেসব ঋষি-তপস্বীরা বাস করতেন, তাঁদের আশ্রমে উপস্থিত হয়ে উগ্রশ্রবা সৌতি তাঁদের বললেন - আপনাদের দর্শন লাভ করে আজ আমি ধন্য হলাম।

টিকা

উগ্রশ্রবা সৌতি মহাভারতের কথা শুনে এসেছেন, মহাভারতের আখ্যান সম্পর্কিত অনেকগুলি স্থানও তিনি দেখে এসেছেন। এখন সে-সব কথা বলার জন্য তাঁর ভিতরটা টগবগ করছে। এমনিতে শাস্ত্রের নিয়ম হল - বিনা আহ্বানে যজ্ঞস্থলে যেতে নেই, তবে অতি কৌতূহলে যাওয়াও যায় - নানাহূতো'ধ্বরং গচ্ছেদন্যত্র তু কুতূহলাৎ। সৌতি উগ্রশ্রবা মহাভারতের বিচিত্র কথা শোনানোর জন্যই মুনিদের যজ্ঞস্থলে এসে উপস্থত হয়েছেন।